চারমাস পর আজ সম্প্রচারে আসছে ‘ফ্যামিলি ক্রাইসিস’

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারবাহিকটির জনপ্রিয় থাকা অবস্থাতেই করোনা ভাইরাসের কারণে গত ১ এপ্রিল থেকে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এবার জানানো হলো আবার সম্প্রচারে আসছে ফ্যামিলি ক্রাইসিস।
ফের সম্প্রচারে আসার বিষয়ে পরিচালক রাজ বলেন, ‘আবারও দর্শকের সামনে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নিয়ে আসতে পারছি, এটা আনন্দের খবর। নতুন পর্বগুলো আগের চেয়ে আরও সুন্দর ও মজবুত হবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।