কালকিনিতে ইউপি সদস্য সহ ২ জন গ্রেফতার

মাদারীপুর থেকে ইকবাল হোসেন: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার ইউপি সদস্য একাধিক মামলার পলাতক আসামী আকতার সিকদার(৩৮) ও তার সহযোগী একাধিক মামলার আসামী ইসমাইল সিকদার(৪০)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে খাসের হাট তদন্তকেন্দ্রের পুলিশ।
শুক্রবার রাত ৩টায় অভিযান চালিয়ে মধ্যচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা উভয়ই হত্যা, বাড়িঘর ভাঙচুর লুটপাট, হামলা সহ ডজন খানেক মামলার আসামী।
এ ব্যাপারে খাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা ইন্সপেক্টর সামিনুল হক বলেন ‘ আসামীরা পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়ছে। তবে তাদের বিরুদ্ধে হত্যা সহ ১০/১২টি মামলা থাকলেও গত রমজানে ইফতারি আয়োজনে বারেক বেপারীর ওপর হামলার মামলায় আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ইউপি সদস্য আকতার সিকদার দক্ষিণ বাঁশগাড়ী ভাদুরী গ্রামের মতিন সিকদারের ছেলে আর ইসমাইল সিকদার একই গ্রামের কুট্টি মিয়া সিকদারের ছেলে।