শিক্ষামন্ত্রীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন শিক্ষা ক্যাডারের সদস্যরা

দুষ্টের দমনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ নির্মাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেন। তারা শিক্ষামন্ত্রীকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ন্যায় ভিত্তিক ও বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং শিক্ষা খাতের সমস্যা নিরসনে তিনি সবসময় সচেষ্ট। পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক জীবনকৃষ্ণ মোদক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক বিজয় কুমার ঘোষ প্রমুখ।