যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিভে গেল ব্যবসায়ীর প্রাণ

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. মাসুদ হোসেন (৪৭) নামের এক ব্যবসায়ী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ বাস ও বাস চালককে আটক করেছে।
নিহতের খালাতো ভাই হোসেন জানান, ডেমরার বাসা থেকে মোটরসাইকেলযোগে বুধবার সকালে পুরান ঢাকার ধোলাইখালে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। দুপুরের দিকে যাত্রাবাড়ী এলাকা দিয়ে যাওয়ার সময় ঠিকানা পরিবহন নামের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ তিন সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ডেমরার কোনাপাড়া শান্তিবাগের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী এলাকায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ‘বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’