সাবেক পুলিশ পরিদর্শক হামিদুলের দুই বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা মামলায় ফেনীর সাবেক পুলিশ পরিদর্শক হামিদুল হককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দুই বছরের দণ্ডের পাশাপাশি হামিদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। হামিদুল হক পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।