গ্রেনেড হামলা : খালেদার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। শুনানি শেষে আদালত এই আবেদন খারিজ করে দেন।
মামলার বাদী এ বি সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, এই হামলার প্রধান পরিকল্পনাকারী হচ্ছেন খালেদা জিয়া। তিনবার তদন্ত করার পর তাঁকে আসামি করা হয়নি। তাঁকে বাদ দিয়ে এই মামলা হতে পারে না। তাঁকে বাদ দেওয়া হলে এই মামলাটা খারিজ করে দেওয়া উচিত।