প্রথম বারের মত তাহসানের কনসার্টে গিফট স্পন্সর ছিলেন বাংলা সপার্স

নিজস্ব প্রতিনিধিঃ গেল ১৪ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো লাইভ মিউজিক্যাল শো ব্ল্যাক ব্রেজ প্রেজেন্ট ফেস্ট ফর লাভ। এই আয়োজনের গিফট স্পন্সর ছিলেন বাংলা সপার্স। ভায়নেসা ফ্যাশান বায় পরশিয়া প্রথম বারের মত তাহসানের এই কনসার্টে পার্টনার হিসাবে ছিলেন সাথে আরো যারা পার্টনার হিসাবে ছিলেন তারা হলেন এঞ্জেলিকা ইভেন্ট সল্যুশন , mirror wedding magazine এবং le meridian। আয়োজনে ছিলেন মালা খোন্দকার এবং রাইসুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানটি সুচনা হয় ইমু হাসমির কোরিওগ্রাফিতে ফ্যাশান শো দিয়ে। মডেলদের মেকভারে ছিলেন blush rush by farjana টিম। এর পর সুরু হয় বাংলাদেশের জনপ্রিয় সঙ্গিত শিল্পী তাহসান এর গান। সাথে ছিল আরো সিঙ্গার ছিলেন তাসনিম আনিকা এবং নৃত্য অনুষ্ঠানে ফ্লাই ফারুক ডাঞ্চ একাডেমী। ডিজে পার্টনার Dj Prince Co sponsor ছিলেন ফারজানা রাহমান ইস্পিতা।
পার্টনার ছিলেন সায়েজ ডাইমন্ড , সায়েজ পার্সেল, সানভিজ, ট্রেন্ডি, সহানা, বেক, সেন্ট বায় শারলিন, কিস মাই কুকিস, ন্যুড, বাংলা সপার, লিজান। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি পার্টনার ছিলেন Trio visuals
২০২১ এর এখন পর্যন্ত তাহসান এর সব থেকে বড় শো ছিলো এটি। আগামীতে আরো বড় শো আয়োজনের চিন্তা ভাবনা করছেন।