নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করে স্বাবলম্বী আফরিন খান হিমু

টাঙ্গাইল এর মেয়ে আফরিন খান হিমু নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করে আজ নিজের একটা পরিচিতি করতে সফল হয়েছে । আজ তিনি স্বপ্ন দেখেন টাংগাইল এর হাজারো নারী স্বাবলম্বী করে গড়ে তুলতে। বাবা মায়ের ২ সন্তানের ভিতর বড় হিমু তার ছোট ভাইকে সাথে নিয়ে কাজ করে স্টাইল আউটফিট (StyleOutfit) নামের এই প্রতিষ্ঠানে।
আফরিন খান হিমু বার্তা ডট টিভিকে বলেন আগে থেকেই অনলাইন ব্যবসার পরিকল্পনা ছিল বলেই ২০২০ সাল থেকে আমি আমার পেইজটি নিয়ে কাজ শুরু করি। ভবিষ্যতে ভাইয়ে সাথে নিয়ে বিজনেসটা বড় করার পরিকল্পনা আছে।
মাত্র ২০ হাজার টাকা মুলধন নিয়ে স্টাইল আউটফিট এর যাত্রা সুরু করেন আফরিন খান হিমু। কোন বাধা এসেছে কিনা এমন প্রশ্নের উত্তরে হিমু বলেন আসলে যেকোন কিছু শুরু করার সময় বাঁধা থাকে, আসবেই! শুরুটা অনেক আগে থেকেই ছিলো, পারিবারিক ব্যক্তিগত কিছু কারনে শুরুটা দেরীতে করা হয়েছে, এরপর কোরনা অনেক বড় বাধা, যা বোঝানোর কিছু নেই!
তিনি আরো বলেন অনলাইন আমাদেরকে নতুন করে অনেক বড় সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি/আমরা বিজনেসটাকে সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি।
স্টাইল আউটফিট মেয়েদের সব ধরণের পোশাক যেমন: কাফতান, শাড়ি, কুরতি ইত্যাদি নিয়ে কাজ করে থাকে।