১০০ টাকা ইনভেস্ট করে আবৃত্তি মেহেতারিন স্বাবলম্বী

চুয়াডাঙ্গার মেয়ে আবৃত্তি কিন্তু পড়াশোনা এবং কাজের জন্য এখন ঢাকাতে থাকা হয়। বাবা চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক। মা একজন সাধারন গৃহিণী । ২ বোনের ভিতর আবৃত্তি ছোট।
অনার্স এল এল বি তে পরার পরার পাশা পাসি কাজ করছে হ্যান্ডমেইড জুয়েলারি আর গিফট প্যাকেজ আইটেম নিয়ে ।
২০১৭ সাল থেকে সুরু করেন Abritty’s Craft Fair নামের ক্র্যাফটিং বিজনেস পেজ । আবৃত্তি মেহেতারিন বলেন প্রথমে নিজে নিজের উদ্যোগ সুরু করি এরপর আমার কাজ দেখে পরিবার এর সবার সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ্ ।
আবৃত্তি আরো বলেন শুরুর দিকে আমি ১০০ টাকা ইনভেস্ট করেছিলাম এখন মূলধন দের লক্ষ টাকা। যেহেতু এটা ক্রাফটিং জুয়েলারি নিয়ে শুরু করেছিলাম তাই অনেকের কাছেই নতুন ছিলো। সবার মাঝে তুলে ধরতে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। আর আলহামদুলিল্লাহ্ এখন আমি সফল।
নিজের হাতেই এন্টিক জুয়েলারি, সূতার জুয়েলারি, ফুলের জুয়েলারি এছাড়াও গায়ে হলুদ এর জুয়েলারি বানিয়ে সবার মাজে ছরিয়ে দেন উনি ।
আবৃত্তি মনে করেন হাতে বানানো জুয়েলারির মাঝে অন্যরকম একটা মায়া থাকে। আর জুয়েলারি গুলোর সাথে বিভিন্ন শাড়ীর সাথে প্যাকেজ করে গিফট আইটেম বানিয়ে দেন উনি ।
আবৃত্তি আশা করেন তার ক্রাফটিং জুয়েলারি দেশের বাইরেও একদিন পৌছে যাবে।