আধুনিক নারীর সবটুকু দেওয়াটাই “নয়া নন্দিনী” পেজের সফলতা

ছোটবেলা থেকে স্বপ্ন দেখত ইরা রহমান কিছু একটা করার। লেখাপড়ার পাশাপাশি জব করতেন এর পর হয়ে যায় বিয়ে তার কিছু দিন পর সন্তানের মা। সব মিলিয়ে তখন জব টা আর করতে পারে নায়।
ইরা রহমান এর মনে ছোট বেলা থেকে যেহেতু একটা সুপ্ত চিন্তা ছিল ছিলো সেই চিন্তা থেকেই শুরু করে দিয়েছিলেন নয় নন্দিনীর” সাথে পথ চলা ।
ইরা রহমান এর সাথে কথা হলে জানান – আমি ২০১৯ সাল থেকে আমার এই পেজটা চালু করি। ফাস্ট যখন আমি পেজটা ওপেন করেছিলাম তখন আমি রিসেলার হিসেবে আমার পেইজে প্রোডাক্ট সেল করতাম। তখন আমার কোন মূলধন ছিল না। যার কারণে আমার লাভের পরিমাণ টা অনেক কম ছিল।
সেই থেকে এখন পর্যন্ত সবার সাপোর্টে নয়া নন্দিনীর সাথেই আছি। আমার খুব ইচ্ছা আমার এই “নয়া নন্দিনী” নামটা কে সবাই চিনবে। এটা একটা ব্র্যান্ড হবে।
সেই থেকে এখন পর্যন্ত সবার সাপোর্টে নয়া নন্দিনীর সাথেই আছি। আমার খুব ইচ্ছা আমার এই “নয়া নন্দিনী” নামটা কে সবাই চিনবে। এটা একটা ব্র্যান্ড হবে।
আরেকটা ইচ্ছে আমি খুব বড় করে না হলেও ছোট পরিসরে একটি শোরুম ওপেন করব। যাতে সবাই অনলাইন অফলাইন দুই ভাবেই আমার” নয়া নন্দিনী” থেকে প্রডাক সংগ্রহ করতে পারে।