সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ, আটকা পড়ল ৪ হাজার পর্যটক

কক্সবাজার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছে। গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্ট মার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি হওয়ায় এক দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।
তিনি বলেন, আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।
এদিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এই সংখ্যা আরো কমতে পারে। কারণ অনেক পর্যটক নিজ উদ্যোগে সেন্ট মার্টিন ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
‘সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সভাপতি তোফায়েল আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে কর্তৃপক্ষ এক দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার বিষয়টি তাঁরা দেখভাল করবেন।