কিয়েভ নগরীতে রাস্তায় কমপক্ষে ২০টি মৃতদেহ দেখা গেছে

বুচা (ইউক্রেন) : ইউক্রেনের বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে কিয়েভের কাছে বুচা শহরটি পুনরুদ্ধার করার পরে শনিবার একটি রাস্তায় বেসামরিক পোশাক পরা কমপক্ষে ২০ জনের মৃতদেহ পাওয়া গেছে।
এএফপি’র সাংবাদিকরা জানান, মৃতদের একজনের হাত বাঁধা ছিল এবং মৃতদেহগুলো রাজধানীর উত্তর-পশ্চিমে শহরতলির আবাসিক সড়কের কয়েকশ মিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।