বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে মুশফিকের অনুরোধ(ভিডিও)

নিউজ ডেস্ক : সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় বন্যার্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সবাইকে অনুরোধ করেছেন বানভাসিদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। গতকাল মঙ্গলবার ফেসবুকে লাইভ ভিডিওতে তিনি এ আহ্বান জানান।
লাইভে এসে মুশফিক বলেন, ‘অনেক কষ্ট, আশা আর অনুরোধ নিয়ে আজ আপনাদের সামনে আমি এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা। আমি তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। আমি অনুরোধ করব আপনাদেরকে যারা অনেকেই হয়তো এখন সাহায্য করেছেন এবং আরও সাহায্য প্রয়োজন। আপনারা আর্থিকভাবে কিংবা ত্রাণ সহায়তা দিয়ে বা যেভাবে হোক তাদের পাশে এসে দাঁড়ান। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মানুষজন, দিনাজপুর, রংপুরের মানুষজনের অবস্থা অনেক অনেক খারাপ। ‘
‘আপনাদের প্রতি আমার অনুরোধ ত্রাণ বা আর্থিক সহায়তা দিতে না পারলেও অন্তত আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তাদের এ ভয়াবহ বিপদটার খুব তাড়াতাড়ি অবসান ঘটে এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং বানভাসি মানুষদের সাহায্য করি।
এই অনুরোধটি করার জন্যই আপনাদের সামনে এসেছি। আশা করি আমার এই অনুরোধটুকু রাখবেন। ‘