ইবিতে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
কুষ্টিয়া থেকে এ আর রাশেদ: ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যাললয় প্রশাসনের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে প্রশাসন ভবন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে প্রতিবাদ মিছিল করে ইবি শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে এ মিছিল করে তারা। এসময় মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর