মহম্মদপুরে দাফনের ৩৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

মহম্মদপুর +মাগুরা) থেকে, মাহাবুব ইসলাম উজ্জ্বলঃ মহম্মদপুরের বাবুখালীতে দাফনের ৩৬ দিন পর কবর থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ।
আলাদতের নির্দেশক্রমে ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের উপস্থিতিতেআজ ২৮ অাগস্ট সোমবার দুপুরে বাবুখালীর বাঁশো সুলতানসী কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়।
আনোয়ারের স্ত্রী অভিয়োগ করে বলেন, গত ২৩ জুলাই সকালে বাড়ির পাশে আমগাছের সাথে গলাই গামছা পেচিয়ে মৃত অবস্থায় দেখতে পাই। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে অঘাতের চিহ্ন পাওয়া যায়। ওই সময় ময়নাতদন্তে শেষ, গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা বলে জানানো হয়।এ তদন্ত সঠিক নয় মনে করে,সঠিক তদন্তের জন্য মৃত্যুর প্রকৃত কারন উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিশর্দক নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মাছুদ কবির ও মামলার বাদীসহ মৃত আনোয়ারের পরিবারের সদস্য এবং জনপ্রতিনিধি ও এলাকাবাসী।