পিরোজপুরে বাধা জালে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ

ব্যুরো প্রধান, স্বাধীনবাংলা২৪.কম
পিরোজপুর থেকে এস সমদ্দার:পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী একটি খালে বাধা জালে মিলল অজ্ঞাতনামা(৪০) ব্যাক্তির লাশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, সোমবার বিকেলে বলেশ্বর নদীর তীরবর্তী ঠুডাখালী গ্রামের খালে শাহজাহান নামে স্থানীয় এক জেলের পাতা বাধা জালে একটি লাশ আটকে থাকতে দেখে এলাকাবাসী আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেই। ঠুডাখালী এলাকার চৌকিদার শংকর কুমার জানান,লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্বরা হত্যা করার পর লাশটি খালে বা নদীতে ফেলে দিয়েছে।
মঠবাড়ীয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমীন জানান, খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাত নামাদের আসামী করে থানায় মামলা দেয়া হবে। আজ মঙ্গলবার লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর