মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় আবারও অভিযান শুরু

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: রাজধানী মিরপুরের মাজার রোডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।
বুধবার ভোর থেকে ওই জঙ্গি আস্তানায় উদ্ধার অভিযান শুরু হয়।
এর আগে মিরপুরের দারুস সালামে অভিযান স্থগিত ঘোষণার পর মধ্যরাতে প্রথমে একটি বিস্ফোরণ ও ঠিক তার সঙ্গে সঙ্গে দুটি গুলির শব্দে কেঁপে ওঠে জঙ্গি আস্তানার বাসাটি। এরপর সেখানে টর্চলাইটের আলো ফেলে তল্লাশি চালায় র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত ২টা নাগাদ এই বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এ সময় ধোঁয়া উড়তে দেখা যায় ভবন থেকে। একই সঙ্গে টর্চলাইটের আলো জ্বালিয়ে তল্লাশি চালান র্যাব সদস্যরা।
এই ঘটনার ৩ ঘণ্টা আগে অভিযান স্থগিত ঘোষণা করে বিফ্রিং করেন র্যাব গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান।
সেই বিফ্রিংয়ে আরও বলা হয়, রাতের আঁধারে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। বিস্ফোরক পড়ে থাকতে পারে। তাই সকালে ভেতরে ঢুকবে র্যাব। তবে র্যাবের অবস্থান থাকবে। কর্ডন করে রাখা হবে ভবন।
প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র্যাব। আটককৃত দুই সহোদর হল মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর