নরসিংদীতে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
নরসিংদী: জেলার মাধবদীতে বাসের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
বুধবার ভোরে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবদী থানার ওসি মো.ইলিয়াস জানান, নরসিংদীর মনোহরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস পথে কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর