বড় লিডের লক্ষ্য নিয়ে এগুচ্ছে অস্ট্রেলিয়া

স্বাধীনবাংলা২৪.কম
ক্রীড়া ডেস্ক: বৃষ্টি শেষে তৃতীয় দিনের খেলা অবশেষে শুরু হয়েছে। দুপুর সোয়া একটায় শুরু হওয়া এই ম্যাচে বড় লক্ষ্যের দিকেই এগুচ্ছে অস্ট্রেলিয়া। ৬৯ ওভার শেষে অসিদের সংগ্রহ ২৪৫ রান। শত রানের দিকে তাকানো ওয়ার্নার ব্যাট করছেন ৯৫ রানে। তাকে সঙ্গ দেওয়া হ্যান্ডসকম্বও শতকের বেশ কাছাকাছি, খেলছেন ৮১ রান নিয়ে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর