নিরানন্দই ঈদ আনন্দ আমাদের এভাবেই ছুটির ক’টিদিন পার হয়ে গেল

চল ফিরে যাই ইটপাথরের কংক্রিটে জিবিকার টানে। কর্দমাক্ত গ্রামীন পরিবেশে পরিবারি পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে এসেছিলাম গ্রামে।
মায়ের মমতায় পরম আদরে আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দে বেশ ভালই কাটালাম। হাসি কান্নার অনেক ক্ষণে চাওয়া না পাওয়ার হিসাবকে ফেলেরেখে জীবনের তগিদে আবারও ফিরে যাচ্ছি ইট পাথরের ঐ কংক্রিটে ঢাকার শহরে। এমন করেই কথাগুলো বলছিলেন সাগর দম্পতি। বাসষ্ট্যান্ডে দাড়িয়ে দাদা বাড়ী থেকে ঘুরে এসে ফিরে যেতে চায়না ওদের অবুজ সন্তান মাছুমা। ইনিয়ে বিনিয়ে দাদা বাড়ীর বিভিন্ন গল্প বলে বাবার কাছে।
অনেক হাস্যজ্জলভাবে বাবা মুচকি হাসে আর বলে তুমি যে গল্প আমাকে বলছ সেতো আমারই জন্মস্থান। এমনও হাজারও কথার ভিরে সময় পেরিয়ে নির্ধারিত সময়ে গাড়ীটি এসেগেল ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল বাস ষ্ট্যান্ড থেকে।
বাসের জানালায় বারবার উকিমেরে দেখে আর হৃদয় আঙ্গীিনায় বলে আবার আসিব ফিরে কবে এই গ্রাম্য জন্মভূমিতে। এইভাবেই একটি সময় ঢাকা পৌছে গেলাম। নিরানন্দই ঈদ আনন্দ আমাদের এভাবেই ছুটির ক’টিদিন পার হয়ে গেল আমাদের মাঝ থেকে। চলে আললাম কর্মস্থল ঢাকার শহরে।