রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে জাসদের বিক্ষোভ ও মানববন্ধন

মানিকগঞ্জ থেকে জালাল উদ্দিন ভিকুঃ মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে অবিলম্বে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ কামনায় বিক্ষোভ ও মানবন্ধন করেছে মানিকগঞ্জ জেলা জাসদ।
বৃহস্পতিবার দুপুরে জেলা জাসদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের শহীদ, রফিক সড়ককে প্রদক্ষিণ করে। পরে জেলা জাসদের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত¡রে ঘন্টা ব্যাপি এক মানবন্ধনে জাসদের কেন্দ্রিয় কমিটির সহ- সভাপতি ও জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্তে¡ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ন সম্পাদক আসলাম খান বাবুসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা সারা বিশে^র জন্য একটি নরকীয় ইতিহাস। আরাকানে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু হত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের আশু হস্তক্ষেপ কামনা ও নির্যাতিত দের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়।