মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ি মোড়েলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত
মঠবাড়িয়া (পিরোজপুর) থেকে এস.এম. আকাশঃ : মঠবাড়িয়া পৌর শহরের মাছ ব্যবসায়ী মনির হোসেন(২৬) শুক্রবার সকালে বাগেরহাট যাবার পথে মোড়েলগঞ্জের সাহাবাড়ি নামক স্থানে ট্রাক ও পিকআপের ধাক্কায় নিহত হন।
দুই সন্তানের জনক নিহত মনির উপজেলার পাঁচশতকুড়া গ্রামের আবু হানিফ মল্লিকের পুত্র। দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও পিকআপ জব্দ করলেও উভয় গাড়ির চালকারা সু- কৌশলে পালিয়ে যায়।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, ঘটনাস্থালে অপেক্ষামান গাছ বোঝাই ট্রাকের সাথে পিরোজপুর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই দ্রæতগামী পিকআপটি পিছন দিকে থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মনির হোসেন নিহত হন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।