দূর্গা পূজা উৎসব উপলক্ষে চারঘাট মডেল থানায় প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
রাজশাহী থেকে ওবায়দুল ইসলাম রবি: আসন্ন হিন্দু সাম্প্রদায়িক দূর্গা পূজা উৎসব উপলক্ষে রাজশাহী চারঘাট মডেল থানায় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
ওসি নিবারন চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি চারঘাট সার্কেল সিনিয়র এএসপি রফিকুল আলম বলেন, প্রত্যেক জাতীর নিজ ধর্মীয় পালনে স্ব স্ব অধীকার রয়েছে। তদুপরি বর্তমান সরকার সম-সময়ে অসাম্পদায়িকের দেশ বাংলাদেশ। আগামী ২৬ সেপ্টম্বর চারঘাট উপজেলায় ৩৬টি মন্ডবে একযোগে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকের নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি শান্তি বজায় রেখে পূজা উৎসব পালনের আহবান জানান সার্কেল।
এসময় চারঘাট পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমারসহ মডেল থানা অফিসার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা কমিটির সভাপতি ও সম্পাদক ও ধর্মপ্রিয়গন উপস্থিথ ছিলেন।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর