বিএনপি’র ত্রাণ বিতরণ লোক দেখানো প্রতারণা

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
কক্সবাজার: রোহিঙ্গাদের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ লোক দেখানো প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ‘দলের চিফ এক্সিকিউটিভ তিনি, কিন্তু এখানে আসছেন না, এটাই আমি বলতে চাই, এটা লোক দেখানো প্রতারণা ছাড়া আর কিছুই না।’
বুধবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের সাথে কথা বলবেন।
এছাড়া, মিয়ানমার যতদিন রোহিঙ্গাদের ফেরত না নেবে, ততদিন তাদের মানবিক সহায়তা দেয়া হবে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ ২ হাজার রোহিঙ্গাকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর