কুষ্টিয়াতে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মো: নুরুজ্জামান আহমেদ-এমপি

মহেন্দ্রপুর সরদারপাড়ার শতবর্ষী প্রবীণ সৈয়দ আলী সরদারের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মো: নুরুজ্জামান আহমেদ-এমপি, মাননীয় সংসদ সদস্য আব্দুর রউফ, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহনীনুজ্জামান সহ এলাকার গণ্যমান্য মুরব্বি সহ শত শত মানুষ ।
সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত ওলামায়েকেরামগনের পরিচালনায় দোয়া মাহফিল চলে সরদার সৈয়দ আলী ভবনে। মাননীয় মন্ত্রীর বিয়াই মরহুম সৈয়দ আলী সরদার । তাঁর জামাই লে. কর্ণেল আবুল কালাম আজাদ।
দোয়া মাহফিলে এসে মাননীয় মন্ত্রী জুম’আর নামাজের সময় ঘোষণা করেন মসজিদটি দোতলা করা হবে এবং গোরস্থানসংলগ্ন মহেন্দ্রপুর আলিম বালিকা মাদরাসায় তৃতীয়তলা ভবন নির্মাণ করা হবে সৈয়দ আলী সরদারের নামে।