শিরোপ জিততে প্রস্তুত ঢাকা ডায়নামাইটস

বিপিএলে তারকা বহুল দল গড়ে এবার শিরোপায় নজর ঢাকা ডায়নামাইটসের। গত আসরের শিরোপা জয়ী দলটি এবারো শিরোপা ধরে রাখতে চায়।
এই দলের আইকন তারকা সাকিব আল হাসান। সাথে আগে থেকেই আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্যাট হাতে ঝড় তুলতে পারা মেহেদী মারুফ, পেসার মোহাম্মদ শহীদ।
আর নতুন করে দলে নিয়েছে- জহুরুল ইসলাম অমি, পেসার আবু হায়দার রনি, বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজিব, নাদিফ চৌধুরীসহ সাতজন স্থানীয় ক্রিকেটার।
এদিকে বিদেশিদের মধ্যে আছে , কুমারা
সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, কেভিন কুপার, সুনিল নারিনের মত নামী তারকা। এছাড়াও আছে পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ড্যানলি (ইংল্যান্ড) আকিল হোসেন (জিম্বাবুয়ে)।
এমন তারকাবহুল দল গড়ে শিরোপা স্বপ্ন দেখছে ঢাকা। আর শিরোপা স্বপ্ন থেকেই অনেক নামী দামী বিদেশি খেলোয়ার নেয়ার কথা জানালেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।
খালেদ মাহমুদ সুজন জানান, ‘আমরা আবারো চ্যাম্পিয়ন হতে চাই। যখন আপনি শিরোপা জেতার চিন্তায় দল সাজাবেন, তখন কিছু বাড়তি অপশন হাতে রাখতেই হবে। যে কোন কারনে হঠাৎ একজন বা দুজন ভাল পারফরমার মিস হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে তো সেকেন্ড অপশন রাখা খুব জরুরি। বড় প্লেয়ার মিস হলে সেকেন্ড অপশন রাখতে হবে। আমরা যদি কোনো কারনে কাউকে মিস করি, তাহলে যাতে ব্যাকআপ পারফরমার থাকে সেজন্যই এতগুলো বিদেশি নিয়েছি। ’
এদিকে, দলটির প্রধান নির্বাহী ওবায়েদ নিজামও বলেছেন, ‘চ্যাম্পিয়ন টিম করতে হলে ভাল প্লেয়ার নিতেই হবে। আমরা চেষ্টা করেছি একঝাঁক ভাল পারফরমারকে দলে নিতে। আমারা গতবার লোকাল প্লেয়ারদেও কম পেয়েছি। তারপরও আমরা খুব ভাল প্লেয়ার পেয়েছি। যাদের টার্গেট করেছিলাম তাদের। সব মিলে যে লাইনআপ হয়েছে তা নিয়ে আমরা আশাবাদী। ’